রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্ক:: ভোক্তাদের দ্রুত সেবা প্রদান, পণ্যমানের গুরুত্ব সম্পর্কে উৎপাদনকারী ও ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বিএসটিআই (বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ট টেস্টিং ইনস্টিটিউট) সনদ গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিএসটিআই সেবা পক্ষ-২০১৮ উদ্বোধন করা হয়েছে।
বিএসটিআইর মহাপরিচালক সরদার আবুল কালাম সোমবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে সেবা পক্ষের উদ্বোধন করেন। ১৫ অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ চলমান থাকবে।
সেবা গ্রহীতাদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে সেবা পক্ষ চলাকালীন বিএসটিআইর ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে বিশেষ ডেস্ক-এর ব্যবস্থা রয়েছে। এ ডেস্ক থেকে উৎপাদনকারীদের মানসম্পন্ন পণ্য উৎপাদনে তাদের করণীয় সর্ম্পকেও বিস্তারিত ধারণা দেয়া হবে।
সেবা পক্ষ উদ্বোধন শেষে বিএসটিআই থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএসটিআইর পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (সিএম) প্রকৌশলী এস এম ইসহাক আলী, পরিচালক (রসায়ন) পঙ্কজ কুমার কুন্ডু, পরিচালক (মান) মো. তাহের জামিলসহ বিএসটিআইর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।