সিলেট প্রতিদিন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জে আসছেন।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে এনডিসি অন্জন দাশ জানান, সোমবার দুপুর আড়াইটায় রাষ্ট্রপতি সুনামগঞ্জ পুলিশ লাইন্স মাঠে হেলিকপ্টারযোগে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি সার্কিট হাউসে চলে যাবেন।
পরে সন্ধ্যায় অতি বৃষ্টি ও বাঁধ ভেঙে হাওরের ফসল তলিয়ে যাওয়ায় ক্ষয়-ক্ষতির বিষয় নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় যোগ দেবেন।
এছাড়াও, রাষ্ট্রপতি জেলার ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে।