রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪১ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্ক :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু। সোমবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. লায়লা আরজুমান রাবির রসায়ন বিভাগ থেকে ১৯৯৪ সালে অনার্স ও ’৯৬ সালে মাস্টার্স শেষে ১৯৯৭ সালে নিজ বিভাগেই শিক্ষকতা শুরু করেন। এর আগে বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ড. লায়লা আরজুমান।
দায়িত্ব গ্রহণকালে সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, সহকারী প্রক্টর শিবলী ইসলাম, জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বখশি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।