সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পের উদ্দেশ্যে বুধবারই দেশ ছাড়বে মারাফির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তার আগের দিন সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় সিরিজে ভালো পারফরম্যান্স করে মানসিকভাবে তৈরি হওয়ার গুরুত্বের কথা বললেন ম্যাশ, ‘কে কী বলবে জানি না। অবশ্যই জেতার জন্য সেখানে যেতে হবে। অনেক হিসাব-নিকাশের ব্যাপার আছে। এখানে জিততে পারলে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার সুযোগ থাকবে। আর সিরিজটা খারাপ হলে মাথায় চাপ চলে আসবে। তবে মানসিকভাবে তৈরি না হলে খুব কঠিন হবে।’
ইংল্যান্ড ও ওয়েলসে ১-১৮ জুন চ্যাম্পিন্স ট্রফির আসর বসবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। এরমধ্যে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে এবং ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে; অস্ট্রেলিয়াকে ২০০৫ সালে ইংল্যান্ডের মাটিতে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে তাই সেমিফাইনালের স্বপ্ন দেখছেন মাশরাফি।
প্রত্যয় ব্যক্ত করে মাশরাফি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। প্রতিপক্ষের দিকে যদি তাকান, এটা সহজ হবে না। তবে সামনে কী হবে কেউ জানে না। ওই কন্ডিশনে এর আগে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। ওসব এখন ইতিহাস। তবুও মনে হয় সম্ভব (অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে যাওয়া)। মানসিকভাবে নিজেরা কীভাবে তৈরি হই, সেটার ওপর সব নির্ভর করছে।