`বঙ্গবন্ধু ‘
সৈয়দ শিপু
তুমি বাঙ্গালী জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তোমায় নিয়ে লেখার নেইকো শেষ
চোখে আমার অশ্রু বহমান।
তুমি মানে ৭ই মার্চের অগ্নিঝরা ভাষন
তুমি মানে পাকিদের ভেঙে দেওয়া দুঃশাসন।
তুমি মানে কবিদের লেখা বঙ্গবন্ধু কবিতা,
তুমি মানে চিরকালের জন্য এনে দেওয়া স্বাধীনতা।
তুমি মানে পৃথিবীর বুকে আঁকা বাংলাদেশ মানচিত্র,
তুমি মানে শহীদের রক্তে ভেজা মাটির মত পবিত্র।
তুমি মানে বিদ্রোহী সুরে স্বাধীন বাংলার স্লোগান,
তুমি মানে বাংলা মায়ের বিজয়ী সন্তান।
তুমি হলে জাতির পিতা;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শুভ জন্মদিন বঙ্গবন্ধু
লেখক : ছাত্রলীগ নেতা, সিলেট মহানগর।