শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৬ অপরাহ্ন
সিলেট প্রতিদিন :: নয়াপল্টনে বুধবার বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সামনে বুক পেতে দিয়ে দাঁড়াতে দেখা যায় বিএনপির দুই কর্মীকে।
ওই দুই কর্মী পুলিশের সামনে শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। বুধবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। নয়াপল্টন এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে।
সিলেট প্রতিদিন/খা/আ/বি