সিলেট প্রতিদিন প্রতিবেদক:: সিলেটের গোলাপগঞ্জে সড়কে প্রাণ গেলো এক স্কুল ছাত্রের। নিহত স্কুল ছাত্র হলেন আসিফ রহমান (১৬)। সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মুজিবুর রহমানের ছেলে। সে স্থানীয় ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা যায়।
সোমবার (৫ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার বুধবারীবাজারের সুনামপুর-চন্দরপুর ব্রিজের পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্র জানান, সোমবার বিকেলে আসিফ মোটরসাইকেলযোগে ভাদেশ্বর থেকে চন্দরপুরে যাওয়ার পথিমধ্যে মিনি মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পতিত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।