শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২০ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা আলী আহমদকে ষড়যন্ত্রমুলক মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা নেতৃবৃন্দ। অবিলম্বে আলী আহমদ সহ কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা সভানেত্রী সাবেক কাউন্সিলার সালেহা কবির শেপি ও সাধারণ সম্পাদিকা আমেনা বেগম রুমি বলেন- অবৈধ বাকশালী সরকার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে।
দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে সরকার হামলা-মামলা, গ্রেফতার নির্যাতনের প্রতিহিংসায় মেতে উঠেছে। এরই অংশ হিসেবে একটি ষড়যন্ত্রমুলক মামলায় জননেতা আলী আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা আলী আহমদ সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।